ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৮৬

করোনাভাইরাস: বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১০ ৩ ফেব্রুয়ারি ২০২০  

 করোনাভাইরাসের কারনে ক্রমেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে তিনশ ৭০ জন। এছাড়া চীনের বাইরে প্রথম ফিলিপাইনে এ ভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় চীনে ভ্রমণ ও চীনা নাগরিকদের ভিসা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর ভারতসহ নিষেধাজ্ঞা আরোপকারী দেশের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ কাতার এয়ারওয়েজ চীনে চলাচলকারী সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। খবর: এএফপি, সিএনএন ও হিন্দুস্তান টাইমস।

চীনের বাইরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে যুক্তরাজ্য, রাশিয়া, সুইডেন ও ভারতসহ ২৪টির বেশি দেশ থেকে। এরই মধ্যে চীনে এ সংক্রমণের কেন্দ্র হুবেই প্রদেশে প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে অন্য এলাকা থেকে অঞ্চলটির বিচ্ছিন্নকরণ আরো জোরদার করা হয়েছে।

এদিকে চীন বলছে তারা করোনাভাইরাসের সংক্রমণ আটকে দিতে সক্ষম।
ফিলিপাইনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত দেশটিতে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চীনের বাইরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে সাময়িকভাবে চীনা পর্যটকদের জন্য ই-ভিসা সুবিধা বাতিল করেছে ভারত। পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত চীনে বসবাসরত অন্য দেশের নাগরিকদেরও ই-ভিসা দেয়া হবে না। ভারত চীনে আটকে পড়া ৩২৩ জন ভারতীয় ও মালদ্বীপের ৭ জন নাগরিককে ফিরিয়ে এনেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর