ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৪৬

করোনাভাইরাসের জেরে কারবালায় জুমার নামাজ বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫১ ১২ মার্চ ২০২০  

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিয়া মুসলিমদের পবিত্র শহর কারবালায় শুক্রবারের জুমার নামাজ বন্ধ করা হয়েছে। গেল বুধবার ইরাকের শহরটির মসজিদ প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গেল শুক্রবারও এ শহরে জুমার নামাজ বন্ধ ছিল। পাশের শহর নাজাফের মতো কারবালায় ইরাক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া তীর্থযাত্রীরা আসেন। করোনাভাইরাসের আতঙ্কে জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইরাকে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এছাড়া বর্তমানে ৭৯ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।