ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১৯০

করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৭৫ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০২০  

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, বুধবার নতুন করে করোনা ভাইরাস মহামারীতে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। আর মূল ভূখন্ডে এখন আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার জন।
মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪ জনে দাঁড়িয়েছে। মৃতদের বেশিরভাগ হুবেই প্রদেশের মধ্যাঞ্চলের বাসিন্দা। সেখানে ডিসেম্বরে ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। এরপর তা মহামারী আকারে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিদিনের আপডেট তথ্যমতে, দেশজুড়ে ১ হাজার ৭৪৯ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যা এ মাসে আক্রান্তের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।
নতুন সংক্রমণগুলো হুবেইয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির কেন্দ্রস্থলের বাইরে ১৫ দিনে কেবল ৫৬টি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
চীনা কর্মকর্তাদের সমীক্ষায় বলা হয়েছে, বেশিরভাগ রোগীর ক্ষেত্রে সামান্য অসুস্থতার লক্ষ্মণ পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আক্রান্তের সংখ্যা কমে আসছে। এর প্রাদুর্ভাব তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। দেশটির সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কারণে পরিস্থিতির ‘দৃশ্যমান অগ্রগতি’ হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর