ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৪২০

কেন লক্ষ্মী রূপে সামনে এলেন অক্ষয়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৬ ৫ অক্টোবর ২০১৯  

আসন্ন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’তে নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড হিরো অক্ষয় কুমার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া টুইটারে আসছে সিনেমায় নিজের নতুন লুক প্রকাশ করেছেন তিনি।
 
একটি ছবি পোস্ট করে অক্ষয় লেখেন, নবরাত্রি মানেই অন্তরের দেবীকে শ্রদ্ধা জানানো, নিজের সীমাহীন শক্তির উৎসব, এ শুভ অনুষ্ঠানে আমি লক্ষ্মী রূপে আমার লুক প্রকাশ করলাম।
অক্ষয় জানান, এ চরিত্র নিয়ে চরম উত্তেজিত তিনি। একইসঙ্গে কিছুটা ভয়েও আছেন। 
ছবিতে খিলাড়িখ্যাত অভিনেতাকে দেখা যায়, পরনে লাল শাড়ি, কালো ব্লাউজ, কপালে টিপ, গলায় রয়েছে হার, কানে ছোট দুল, নাকে নাকছাবি। তাকে এমন অবতারে দেখে চমকে গেছেন অনেকেই। পূজার আগে এটা তার বড় চমক বলে মনে করছেন সবাই।

অক্ষয়ের এ লুক সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়! তিনি ছাড়াও এতে অভিনয় করছেন কিয়ারা আদভানী। ‘লক্ষ্মী বম্ব’ সিনেমাটি তামিল হরর মুভি ‘কাঞ্চনা : মুনি ২’র রিমেক।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর