ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৭৫৬

কেনিয়ায় পদদলিত হয়ে মারা গেল ১৪ শিক্ষার্থী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৩ ৪ ফেব্রুয়ারি ২০২০  

কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে তারা হতাহত হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশনকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চলীয় পুলিশ কমান্ডার পেরিস কিম্যানি। শহরের পশ্চিমাঞ্চলের পুলিশ কমান্ডার পেরিস কিমানি গণমাধ্যমকে জানান, কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মেগোহা। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, তৃতীয় তলা থেকে দৌড়ে নামার সময় কিছু শিশু পড়ে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের কাকামেগা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর