ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৭

কোম্যানের বার্সাকে স্বপ্ন দেখাচ্ছেন মেসি-কুতিনহো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৮ ১৭ সেপ্টেম্বর ২০২০  

প্রাক-মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল বার্সেলোনা। বুধবার জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দুই গোল করে জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বাকিটি ফিলিপ কুতিনহোর। 

 

২১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন কুতিনহো। মেসি ও নতুন চুক্তিভূক্ত ফ্রান্সিসকো ট্রিনকাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন তিনি। এর আগে শুরুতে তার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। 

 

প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হওয়ার পর এটাই বার্সার হয়ে তার প্রথম গোল।

 

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যে জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ। কিন্তু ৫১ মিনিটে মেসি আবারো গোল করলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। এবারও বক্সের বাইরে থেকে তার শক্তিশালী শট জালে জড়ায়।

 

শনিবার প্রথম প্রীতি ম্যাচে জিমন্যাস্টিক ডি টারাগোনার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় বার্সা।  ম্যাচটি থেকে চারটি পরিবর্তন করে এদিন দল সাজান কাতালান কোচ রোনাল্ড কোম্যান। 

 

দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে ৯টি পরিবর্তন করেন তিনি। এসময় মূল দল থেকে শুধু ডিফেন্ডার রোনাল্ড আরোজু ও গোলরক্ষক নেটোকে মাঠে রাখেন তিনি।

 

প্রথম ম্যাচের থেকে দ্বিতীয়টিতে বার্সেলোনাকে আরো বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। মেসি ছিলেন স্বাচ্ছন্দ্য, পর্তুগিজ ট্রিনাকোও আত্মবিশ্বাস দেখিয়েছেন। 

 

টিনএজার পেড্রি ছিলেন বার্সার সবচেয়ে আত্মবিশ্বাসী বদলি খেলোয়াড়। মাঠে নামার পর তিনটি শট নেন। এর মধ্যে দুটি শট কোনো রকমে রুখে দেন জিরোনা গোলরক্ষক হোসে সুয়ারেজ।

 

শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে লা লিগায় উন্নীত দল এলচের মুখোমুখি হবে বার্সা। পরের সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে তারা।

 

নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার হয়ে খেলার কথা ছিল না মেসি ও কুতিনহোর। কিন্তু তাদের কাঁধে ভর করেই সম্ভবত এবার শিরোপা স্বপ্ন দেখবেন ব্লাউগ্রানারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর