ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৭৩

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুন: সরানো হয়েছে ১ লাখ লোক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ১২ অক্টোবর ২০১৯  

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় এক লাখ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মিভূত হয়েছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। 
দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল সান ফার্নান্দো ভ্যালির বিভিন্ন এলাকার ৭,৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে। অঞ্চলটি লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত।  
দমকল কর্মকর্তারা বলেন, পোর্টার র্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া এ দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এ দাবানলের কারণ জানা যায়নি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর