ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৩৭৫

ক্ষমতার অপব্যবহার করায় ট্রাম্পকে অভিশংসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১৯ ডিসেম্বর ২০১৯  

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রতিনিধি পরিষদের ঐতিহাসিক ভোটে অভিশংসন করা হয়েছে।ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। অস্থিরতার ৩ বছর অতিক্রান্ত হওয়ার পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়।
দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠের ভোটে অভিশংসন করা হয়েছে। তাকে অভিশংসন করার পক্ষে ২৩০ এবং বিপক্ষে পড়ে ১৯৭ ভোট। তিনি হোয়াইট হাউসে তৃতীয়তম ব্যক্তি, যার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছে।
তবে ডেমোক্রটরা বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনার বিকল্প ছিল না।
ট্রাম্প এখন সিনেটে বিচারের সম্মুখীন হবেন। সেখানে তার দল রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। যেখানে তারা তাকে অভিযোগ থেকে মুক্তি দেবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর