ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৪৪

চ্যাম্পিয়নদের হারিয়ে শুভসূচনা ধোনির চেন্নাইয়ের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৪ ২০ সেপ্টেম্বর ২০২০  

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে শুভসূচনা করেছে চেন্নাই সুপার কিংস। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শনিবার শুরু হয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে। তাতে রোহিত শর্মার মুম্বাইকে ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

 

টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ধোনি বাহিনী। ব্যাট হাতে ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন মুম্বাইয়ের দুই ওপেনার অধিনায়ক রোহিত এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

 

ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকানো রোহিত ১২ এবং ডি কক ২০ বলে ৩৩ রান করে ফেরেন। এরপর দলের পক্ষে সৌরভ তিওয়ারি ৩১ বলে ৪২ রান ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। 
কাইরন পোলার্ড ১৮ ও জেমস প্যাটিনসন ১১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তোলে মুম্বাই। চেন্নাইয়ের হয়ে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৩৮ রানে ৩ উইকেট নেন।

 

 

১৬৩ রানের লক্ষ্যে ৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন চেন্নাইয়ের দুই ওপেনার মুরলি বিজয় ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। বিজয় ১ ও ওয়াটসন ৪ রান করেন। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৮৫ বলে ১১৫ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসি ও আম্বাতি রাইডু। 

 

এতে চেন্নাইয়ের জয়ের ভীত গড়ে ওঠে। ম্যাচসেরা রাইডু ৬ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে ৭১ রানে ফেরেন। ৪৪ বলে ৬ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন ডু-প্লেসি। শেষদিকে, ইংল্যান্ডের স্যাম কারান ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রানের টর্নেডো ইনিংস জয় সহজ করে দেন। ২ বলে শূন্য রানে অপরাজিত ছিলেন ৪৩৭ দিন পর মাঠে নামা ধোনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর