ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২
good-food
৭১

‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড় দিয়ে ঢাকা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৭ ২৮ মার্চ ২০২৫  

স্বাধীনতা দিবসে লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই খবর নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' বা 'স্থানীয় ছাত্র-জনতার’ কাছ থেকে এ রকম কোনো দাবিতে কোনো বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি। এছাড়া এই মুহূর্তে সেখানে কোনো সংস্কার কাজও চলছে না বলে জানিয়েছেন তারা।

 

ফলে কেন মুর‍্যাল ঢেকে দেয়া হয়েছে সে বিষয়ক কোনো ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি। লালমনিরহাটের ওই ম্যুরালে '৫২র ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন রয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর