ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৯২

ট্রাম্প এখন ভারতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৩ ২৪ ফেব্রুয়ারি ২০২০  

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসে পৌঁছেছেন। সোমবার সকালে দেশটির গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি।   তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এসময় তাদের স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন।  

দেশটিতে ট্রাম্পের এ প্রথম সরকারি সফর বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করছে। তবে এ সফর থেকে অর্জনের সম্ভাবনা খুব কম বলে মনে হচ্ছে। 

মোদির নিজ রাজ্য গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় প্রায় এক লাখ লোকের বিশাল সমাবেশ হবে। এর নামকরণ করা হয়েছে ‘নমস্তে ট্রাম্প’।  সেখানে ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে। 
পরে সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া তাজমহল দেখতে যাবেন। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ দিল্লি পাড়ি দেবেন তারা।
দুইদিনের সফরে ভারতে এসেছেন ট্রাম্প। ভূ-রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এতে বহুল প্রত্যাশিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। 
কিন্তু ছোটখাটো বাণিজ্য চুক্তিসহ প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে চুক্তি সাক্ষর হতে পারে।  অধিকন্তু আগামী নভেম্বরে মার্কিন ভোট রয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর