ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৮

ঢাকায় আসছেন মিস ওয়ার্ল্ড মানুষী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৮ ১৪ সেপ্টেম্বর ২০১৯  

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এ থাকছে বেশ কিছু চমক। এবার প্রতিযোগিতায় অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকায় আসছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার। দীর্ঘ ১৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’র মুকুট ভারতে ফিরিয়ে আনেন তিনি।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর আয়োজক অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসানি এ খবর নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
মেহেদী হাসান বলেন, আমরা এবারের আয়োজনের গালা ইভেন্টের জন্য মানুষীর সঙ্গে কথা বলেছি। সব ঠিক থাকলে রোববার ভিডিওবার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করব আমরা।
এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
প্রায় ৩০ হাজার প্রতিযোগী থেকে বাছাইপর্ব শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’র মূল মঞ্চে অংশগ্রহণ করবেন। অবিবাহিত ১৮ থেকে ২৭ বছর বয়সী বাংলাদেশি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর