ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪২৩

ঢাকায় আসছেন রানু মণ্ডল!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

রেলস্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রানু মণ্ডল। একদিন বলিউডের বিখ্যাত শিল্পী হিমেশ রেশমিয়ার চোখে পড়ে তার অদম্য মেধা। এরপর রূপকথার গল্পের মতো রাতারাতি পাল্টে যায় রানুর জীবন।
হিমেশের সঙ্গে ‘তেরি মেরি প্রেম কাহানি’ গান গাওয়ার পর ভাইরাল হন তিনি। প্রথমে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সব যায়গায় তাকে নিয়ে হইচই পড়ে যায়।
রানুকে নিয়ে ইতিমধ্যে বলিউডে ছবি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।িএরই মধ্যে তিনটি ডুয়েট গান করেছেন তিনি।
এবার বাংলা সিনেমায় গান গাইতে ঢাকায় আসছেন রানু। বুধবার কলকাতার সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’ এ তথ্য দিয়েছে।
খবরে বলা হয়, বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন লতাকণ্ঠী এ গায়িকা। সেজন্য পাসপোর্টও করতে দিয়েছেন তিনি। কলকাতার রুবির মোড়ে পাসপোর্ট অফিসে দেখা গেছে তাকে। সেখান থেকে জানা যায়, ঢাকায় আসার উদ্দেশে পাসপোর্ট করতে দিয়েছেন।
আরও জানা যায়, ইতিমধ্যে পাসপোর্টের সব পক্রিয়া সম্পন্ন করেছেন রানু। অচিরেই কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন তিনি।
তবে এ বিষয়ে পরিষ্কার কিছু বলেননি অতীন্দ্র চক্রবর্তী। রানুর আবিষ্কারক তিনি। তার ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গান রেকর্ড করেন অতীন্দ্র। পরে এর ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। এরপর চারদিকে হই চই পড়ে যায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর