ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৪৬

ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি: মমতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৫ ২৫ ডিসেম্বর ২০১৯  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারো স্পষ্ট করে জানিয়েছেন, তার রাজ্যে কোনও অবস্থাতেই বিতর্কিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বাস্তবায়ন করতে দেয়া হবে না। মঙ্গলবার কলকাতার বেলেঘাটায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুসলিমবিদ্বেষী আইন বাতিল করার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা জানিয়েছেন মমতা। তার দাবি, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এসময় নতুন কর্মসূচিও ঘোষণা করে তিনি। 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ মিছিল করবে তার দল। এছাড়া শনিবার ব্লকে ব্লকে ধরনা দেয়ারও ঘোষণা দেন তিনি। 

আগামী ৩০ ডিসেম্বর শিলিগুড়িতে নাগরিকত্ব আইন-বিরোধী মিছিলে অংশ নেয়ার কথা জানান মমতা। সমাবেশে বক্তব্য দেয়ার আগে কলকাতার বিধান সরণি থেকে বেলেঘাটা পর্যন্ত তার নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর