ঢাকা, ০৪ আগস্ট সোমবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
১২৭

নগদে অনিয়মের তদন্ত, স্ত্রীসহ আতিককে তলব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৪ ২ জুন ২০২৫  

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পর অভিযোগের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে ডেকেছে দুদক।

 

রোববার (১ জুন) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ঠিক জিজ্ঞাসাবাদ না। অভিযানকালে ওনার সঙ্গে কথা বলে তথ্য নিতে পারেনি টিম। তাই একটু আসতে বলেছে। তবে তারা আসতে বাধ্য না।

 

এর আগে দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিকালে সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর