ঢাকা, ২৯ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ১৩ আশ্বিন ১৪৩২
good-food
৩৯

নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপ, মামলা করলেন আখতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৮ ২৫ সেপ্টেম্বর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশের থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সময় বুধবার রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) এ মামলা দায়ের করা হয়।

 

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া ভিডিওবার্তায় আখতার হোসেন জানান, মামলায় ২ জনকে নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আখতার দাবি করেন, ওই দিনের হামলার পরও বিমানবন্দরের লবি এবং অন্যান্য স্থানে তারা হেনস্থা করার চেষ্টা করছে।

 

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে হামলার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার পরামর্শ দেন। তাই আমি বিমানবন্দরের খুব কাছের থানায় গিয়েছি এবং যারা হামলা ও হত্যাচেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

 

উল্লেখ্য, গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেলে বিএনপি ও এনসিপির নেতারা বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হেনস্থার শিকার হন। এসময় তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেওয়া হয়, তুমুল গালাগাল করা হয় এবং আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর