ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪৫৬

নিষেধাজ্ঞা থাকতেই লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১১ ১২ সেপ্টেম্বর ২০২০  

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় ১ বছর নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন। তার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম তালিকায় উঠে গেল সাকিবের নাম!  এই ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশের বাঁহাতি অল-রাউন্ডারকে ভাবতে শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১ অক্টোবর হবে শ্রীলঙ্কার নতুন টুর্নামেন্টের অভিষেক আসরের নিলাম। 

এশিয়ার মাঝে সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশগুলোর অন্যতম শ্রীলঙ্কা। তাই তারা মাঠে ক্রিকেট ফেরাতে শুরু করেছে। এ মাসেই বাংলাদেশ সেখানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। লঙ্কান প্রিমিয়ার লিগের এই নিলামে উঠবেন ১৫০ আন্তর্জাতিক ক্রিকেটার। সাকিবের পাশাপাশি বিশ্ব তারকাদের মধ্যে আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি। প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড় নিতে পারবে ১৩ জন করে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ১৯ সদস্যের।

গত আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিযোগিতাটি ৩ মাস পিছিয়ে যায়। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর