ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৩২

পদ্মা সেতুর জন্য জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ২৫ জুন ২০২২  

অবশেষে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-দক্ষিণ পরিশ্চমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হলো। এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

 

শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে এই দোয়ার আয়োজন করা হয়। এদিন বাদ জোহর জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।

 

এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

 

এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।