ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৪৩

ফের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছে দক্ষিণ আফ্রিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৩ ১১ সেপ্টেম্বর ২০২০  

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ডের (সিএসএ) অভ্যন্তরীণ বিষয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এরই মধ্যে প্রোটিয়া বোর্ডকে সরিয়ে ক্রিকেট পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে সেদেশের অলিম্পিক সংস্থা। বিষয়টি আইসিসির ঘোর নিয়ম বিরুদ্ধ।
দুর্নীতির অভিযোগে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালন কমিটি ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। ইতিমধ্যে সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের নির্দেশ দিয়েছে সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি।
বোর্ডের দুর্নীতি ও অনিয়মের তদন্ত চালানোর জন্য শিগগির কমিটি গঠন করছে খেলাধুলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে।
এমন কড়া পদক্ষেপ প্রসঙ্গে অলিম্পিক সংস্থার অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ রবি গোভেন্দর বলেন, ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রশাসনিক জটিলতা ও নেতিবাচকতা দূর করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। যাতে ভবিষ্যতে দেশের ক্রিকেট বোর্ড আরও কার্যকরী ও প্রভাবশালী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অন্তত সেই চেষ্টাই করা হচ্ছে। আমরা বোর্ড কর্তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি, যেন টাস্ক টিম যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে পারে।
কোনও জাতীয় ক্রিকেট সংস্থায় সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করে না আইসিসি। এ বিষয়ে স্পষ্ট নিয়ম রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। অতীতে জিম্বাবুয়েকে একই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে তারা। সুতরাং, নির্বাসনের মেঘ ঘনীভূত হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটেও।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর