ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২২১

ফের দিল্লির মসনদে বসছেন কেজরিওয়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ১১ ফেব্রুয়ারি ২০২০  

দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) নিরঙ্কুশ জয়ের পথে। এর ফলে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। 
দিল্লীতে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচন। মঙ্গলবার ফল প্রকাশ শুরু হয়েছে। 
দেশটির নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে জানা গেছে ৭০টি আসনের মধ্যে এএপি ৫৮টিতে এগিয়ে রয়েছে। বিজিপি ১২টিতে। আর তৃতীয় অবস্থানে রয়েছে শীলা দিক্ষিতের নেতৃত্বে পর পর তিনবার দিল্লী শাসন করা কংগ্রেস।
নতুন নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে উত্তাপ উত্তেজনার মধ্যে দিল্লীর এ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় বিজেপি জাতীয় নিরাপত্তা ইস্যুটিকে প্রাধান্য দেয়। আর এএপি মূলত প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দলটির অর্জন নিয়ে কথা বলে।
এএপি ২০১৫ সালে বিজেপি ও কংগ্রেসকে ভাসিয়ে ৬৭টি আসন পেয়ে যুগান্তকারী বিজয় পেয়েছিল। কেজরিওয়াল এদিন সন্ধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এসময়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর