ঢাকা, ০৫ মে রোববার, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
good-food
৩৭৭

বাংলাদেশিরা সউদী আরবে ট্রানজিটে ওমরাহ ভিসা পাবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩০ ২৩ আগস্ট ২০২৩  

সউদীতে ট্রানজিটে চার দিন ওমরাহ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি যাত্রীরা। অন্য দেশে যাত্রাকালে সাউদিয়া অ্যাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে সউদী বিমান বন্দরে ট্রানজিটে বাংলাদেশি যাত্রীরা চার দিন ওমরাহ ভিসা পাবেন। অন্য এয়ারলাইন্সে যাত্রীরা এসমন সুযোগ পাবেন না। সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ফ্লাইট যোগে যাতায়াত করলেই ট্রানজিট ভ্রমনকালে চার দিনের ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা। মক্কা-মদিনায় চার দিন ওমরাহ সম্পন্ন করে পুনরায় সংশ্লিষ্ট দেশের উদ্দেশ্যে সউদী ত্যাগ করতে পারবেন বাংলাদেশি ট্রানজিট যাত্রীরা। আর এখন থেকে বাংলাদেশি ওমরাযাত্রীরা ত্রিশ দিনের ওমরা ভিসার পরিবর্তে তিন মাসের (৯০) দিনের ওমরা ভিসা পাবেন। বাংলাদেশি ওমরাযাত্রীরা মক্কা-মদিনা ছাড়াও সউদীর অন্যান্য শহরে বেড়াতে যেতে পারবেন। আজ বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত সউদী হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়া ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সউদী হজ মন্ত্রী ফাউজান আল রাবিয়া বলেন, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর সাথে ফলপ্রুসূ ও সন্তোষজনক আলোচনা হয়েছে। হজের খরচ কমানোর প্রস্তাবের বিষয়টি সউদী গিয়ে বিবেচনায় নেয়া হবে। প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান, ধর্ম সচিব মুহাম্মদ আঃ জমাদ্দার ও হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। প্রেস ব্রিফিংয়ে সউদী সফররত প্রতিনিধি দলের সদস্য তিন জন উপ-মন্ত্রী, ঢাকাস্থ সউদী রাজকীয় দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহাইলান উপস্থিত ছিলেন। পরে সউদী হজ মন্ত্রী ফাউজান আল রাবিয়াসহ সউদী প্রতিনিধি দল বঙ্গভবনে প্রেসিডেন্ট