ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৮৮০

‘বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নয়’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ১৭ ডিসেম্বর ২০১৮  

ভারতে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছে অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদটি গুঁড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মানের পাঁয়তারা করছে হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। এ নিয়ে হিন্দু-মুসলমানদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি ভারতীয় উচ্চ আদালতে বিচারাধীন আছে। অল-ইন্ডিয়া মসুলিম পার্সোনাল ল বোর্ড-এর দাবি,  আদালতের ফয়সালা ব্যতীত কোনোভাবেই বাবরি মসজিদের জায়গায় যেন রামমন্দির নির্মাণ না হয়।

রোববার লক্ষ্ণৌতে নদওয়াতুল ওলামায় অল-ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড ওয়ার্কিং কমিটির কনফারেন্স হয়। সেখানে এ দাবি জানায় বোর্ড।

তাদের ঘোষণা, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে যেন কোনোভাবেই বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ না হয়। যেন কোনো পদক্ষেপ না নেয়া হয়।

বহু আগে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ আন্দোলন শুরু করে শিবসেনা। ভারতীয় মুসলমানরাও বাবরির জায়গা রক্ষায় নতুন উদ্যমে চিন্তা-ভাবনা, ধারাবাহিক সম্মেলন আয়োজন শুরু করেছে।

বিশ্লেষকরা মনে করেন, বাবরি মসজিদের জায়গা রামমন্দির নির্মাণ শোভনীয় নয়। চাইলে কিছু দূরে মন্দির নির্মাণ করা যাবে। সহিংসতা এড়াতে দেশটির শীর্ষস্থানীয় নেতারাও কাজ করে যাচ্ছেন।