ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৫৯১

মসজিদে ইফতার-সেহরির আয়োজন করা যাবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৩ ৫ এপ্রিল ২০২১  

আসন্ন রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সোমবার এরকম নির্দেশনা দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মসজিদে জামাতে নামাজের জন্য আবশ্যিকভাবে পালনের জন্য মোট ১০টি নির্দেশনা দেয়া হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ দফা এবং মন্ত্রিপরিষদ বিভাগ ৪ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে কতিপয় দিক নির্দেশনা দেয়।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর