ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৪৬

মারা গেলেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৭ ২৫ ফেব্রুয়ারি ২০২০  

মিশরের সাবেক রাষ্ট্রপতি হোসনি মোবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রায় ৩০ বছর ধরে মিশরের রাষ্ট্রপতির ক্ষমতায় থাকা হোসনি মোবারক ২০১১ সালে আরব বসন্ত বিপ্লবের পরে পদত্যাগ করতে বাধ্য হন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। কয়েক সপ্তাহ আগে তার শরীরে অস্ত্রোপচার হয়েছিল।


হোসনি মোবারকের শ্যালক জেনারেল মুনির থাবেত বার্তা সংস্থা এএফপি-কে জানান, তিনি কায়রোর গালা সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৮১ সালে মিশরের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হোসনি মোবারক। আরব বসন্তের পরে কয়েক বছর কারাগারে বন্দী ছিলেন তিনি। তবে বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পাওয়ার পরে ২০১৭ সালে মুক্তি পান সাবেক এই রাষ্ট্রপতি।

হোসনি মোবারক ১৯২৮ সালে নীল নদের তীরবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শাসন আমল দুর্নীতি, পুলিশি দুঃশাসন, রাজনৈতিক দমন এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিল।

১৯৪৯ সালে মিশরীয় বিমান বাহিনীতে যোগ দেন হোসনি মোবারক। তিনি ১৯৭২ সালে মিশরের বিমান বাহিনীর সর্বাধিনায়ক হন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর