ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২০৩

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করার দাবি ইরানিদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ৫ জানুয়ারি ২০২০  

যুক্তরাষ্ট্রের একটি স্বল্প পরিচিত সংস্থার ওয়েবসাইট শনিবার হ্যাক করেছে একটি হ্যাকার গ্রুপ। তারা নিজেদের ইরানের হ্যাকার বলে দাবি করছে। ওয়াশিংটনের হামলায় শীর্ষ সেনা কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধের শপথ করে এক বার্তা পোস্ট করেছে তারা।
ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রাম-এর ওয়েবসাইটের পাতার নাম পরিবর্তন করে ‘ইরানিয়ান হ্যাকার’ নামকরণ করা হয়েছে। তাতে ইরানের নেতা আয়াতুল্লাহ আলি খামেনী এবং ইরানের পতাকার ছবি ডিসপ্লে করা হয়েছে।
শুক্রবার ভোরে ইরাকে বিমান হামলায় সোলেইমানিকে হত্যার পর তেহরান প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করেছে। এদিকে ট্রাম্প বলেছেন, সোলেইমানি বাগদাদে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করেছিল।
তিনি হুমকি দিয়েছেন, ওয়াশিংটন ইরানের ৫২টি স্থাপনা টার্গেট করেছে। আমেরিকান কোনও ব্যক্তি বা সম্পদের ওপর ইরান কোনও হামলা চালালে ‘দ্রুত ও কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর