ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
১০৮০

যৌন নির্যাতনের অভিযোগে খ্রিষ্টান পুরোহিতের জেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ২ ফেব্রুয়ারি ২০১৯  

ফ্রান্সে চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে এক খ্রিষ্টান পুরোহিতকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওই নারীদের মধ্যে তিনি একজনকে মাত্র বছর বয়স থেকে নির্যাতন করে আসছিলেল। ওই পাদ্রি এদের একজনকে দেয়ার জন্যে লাখ ইউরো আত্মসাৎ করে।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে কোলমান ফৌজদারি আদালতে রুদ্ধদ্বার কক্ষে রায় ঘোষণা করা হয়। শুক্রবার রাতে রায়টি প্রকাশ করা হয়।
পুরোহিতকে অন্তত দুই বছর জেল খাটতে হবে। বাকি জীবন তার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে।

ওই পাদ্রির আইনজীবীরা বলেন, তিনি চিকিৎসা নিচ্ছেন। রায়ে ওই নারীদের সঙ্গে তাকে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। শিশুদের সংস্পর্শে যেতেও বারণ করা হয়েছে। এছাড়া তাকে আলসাস অঞ্চল ত্যাগ করতে বলা হয়েছে। এখানেই উনি ওই অপরাধগুলো করেছিলেন।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর