ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৯৫১

শপথ নিলেন নুসরাত-মিমি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৪ ২৬ জুন ২০১৯  

বিয়ে সেরে কলকাতা ফিরেই রাজনীতির মাঠে নুসরাত জাহান। ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি। সোমবার লোকসভায় সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন দুজনই।

ওপার বাংলার সিনে জগতের প্রথম সারির দুই তারকা সদ্য পা রেখেছেন রাজনীতিতে। সংসদ ভবনের সামনে ছবিও তুলেছেন তারা। নুসরাতের বিয়ের জন্য শপথ বাক্য পাঠ বাকি ছিল। সেই পর্ব শেষ হতে বাংলায় শপথ নিলেন উভয়ই।

দুজনেই শপথ শেষ করেন বন্দে মাতরম, জয় হিন্দ এবং জয় বাংলা বলে। পরে রীতি মেনে নুসরাত, মিমি পা ছুঁয়ে শ্রদ্ধা জানান বর্ষীয়ান স্পিকার ওম বিরলাকে। 

মিমি যাদবপুর কেন্দ্র এবং নুসরত বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জিতেছেন। 

নুসরাত বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ডেস্টিনেশন ওয়েডিংকে জনপ্রিয় করতে যুগল বিয়ের আসর বসান তুরস্কে। বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন মিমিও।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর