ঢাকা, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food
৫৪৩

সম্পর্কে দূরত্ব বাড়ছে? কাছে যাবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৭ ৮ জুন ২০২১  

মনে হচ্ছে সম্পর্কে দূরত্ব বাড়ছে? মন খারাপ না করে ব্যবস্থা নেওয়া যাক না। যাতে পছন্দের মানুষটির সঙ্গে মনের মতো করেই আবার ঘটে আদানপ্রদান। দু'তরফের ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।


কী করতে পারেন?
সব আগে আলোচনা প্রয়োজন। আলোচনা ছাড়া সম্পর্কের মধ্যে জমতে থাকা অস্বস্তি কমবে না। তবে শুধু কথায় কিছু হয় না। কাজ হলো আসল। কোনও কাজের মধ্যে সম্পর্কের মাধুর্য ফেরানো যায়, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কয়েকটি কথা খেয়াল রাখা দরকার। 


একসঙ্গে করার মতো কোনও কাজ বাছার আগে ভাবার চেষ্টা করুন দু'জনেরই পছন্দ হবে এমন কী জিনিস রয়েছে। একসঙ্গে সিনেমা দেখা বা রান্না করা, যেকোনও কিছুই কথা বলে ঠিক করুন। একে অপরের পছন্দ-অপছন্দের দিকে নজর দিলে অর্ধেক কাজ এমনি হয়ে যায়।