ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৭১

সাকিবসহ কাউকে এলপিএলে খেলতে দেবে না বিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫২ ২৯ সেপ্টেম্বর ২০২০  

সাকিব আল হাসানসহ কোনও খেলোয়াড়কে লংকান প্রিমিয়র লীগে (এলপিএল) খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

করোনাকালে কোয়ারেন্টিনের সময় নিয়ে দুই বোর্ডের মতপার্থ্যক্যের কারণে বাংলাদেশের শ্রীলংকায় তিন ম্যাচ টেস্ট সিরিজ স্থগিত হয়েছে। এর কয়েক মুহূর্ত পর এ সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

 

আইসিসির নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার পথে রয়েছেন সাকিব। তিনিসহ বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে এলপিএলের নিলামে। যদিও লীগটি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসিএল)।

 

তবে টুর্নামেন্টটি যদি হয়, তাহলে টাইগার কোনও খেলোয়াড়ের তাতে অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি পাপন। দেশের ক্রিকেটারদের এলপিএলে খেলার অনুমতি দেয়া হবে কি না? জবাবে তিনি বলেন, আমি কোনও সম্ভাবনা দেখছি না।

 

বাজিকরদের অবৈধ প্রস্তাবনার কথা সময়মতো কর্তৃপক্ষকে অবহিত না করায় গত বছর অক্টোবর থেকে নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত তা বলবৎ থাকবে। ২৯ অক্টোবর থেকে আগের মতো ম্যাচ খেলতে পারবেন তিনি।

 

বিসিবি প্রধান আগে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর পরই খেলায় ফিরতে পারবেন সাকিব। এমনকি লংকার বিপক্ষে টেস্ট সিরিজেও বাংলাদেশের পক্ষে তার খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সিরিজটি বাতিল হওয়ার পর এখন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ছক কষছে বিসিবি।

 

বোর্ড প্রেসিডেন্টের আভাস অনুযায়ী, এলপিএলের পরিবর্তে সাকিবকেও ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। পাপন বলেন, অক্টোবরের ২৯ তারিখের আগে সাকিব খেলতে পারছেন না। কিন্তু এলপিএলের জন্য তাকে ছাড়পত্র দেয়া হবে কি না প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আমরা লীগ শুরু করতে যাচ্ছি। সেটি আমাদের দেশেই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর