ঢাকা, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৩১ ভাদ্র ১৪৩২
good-food
১৮৩

সালমান, আনিসুল, মানিকসহ ৭ জন রিমান্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ৩ ফেব্রুয়ারি ২০২৫  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানসহ সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টু।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি’র ইন্সপেক্টর রিদুয়ানুল হক সবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তা বাতিলের জন্য জামিন চেয়ে আবেদন করেন।

 

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের  দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার আবু বক্কর সিদ্দিক গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর