ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৭৮৪

চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি

সাড়ে ৯ কোটি টাকার সোনার কমোড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৫৮ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

চুরি হয়ে গেছে সোনার তৈরি কমোড। চুরির দুই দিন পরও খোঁজ পাওয়া যায়নি ব্যতিক্রমী ও দামি এই ‘টয়লেট সামগ্রী’টির। 
চমকপ্রদ এই কমোডটি চুরি হয় খোদ যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্রাসাদ থেকে। একদল চোর শনিবার রাতে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে।


কমোডটিরর মূল্য এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মউরিজিও ক্যাটেলান কমোডটি তৈরি করেছিলেন। এর নাম রাখা হয়েছে আমেরিকা। চুরি যাওয়া শিল্পটি রাজপ্রাসাদে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এক দল অপরাধী দু’টো গাড়িতে করে এসে টয়লেটটি চুরি করে নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। এটি এখনো উদ্ধার হওয়া সম্ভব হয়নি। তবে এটি খুঁজে পেতে সর্বাত্মক তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রাসাদের তত্ত্বাবধায়ক মি. হেয়ার চুরি যাওয়া প্রসঙ্গে বলেন, যা ঘটার তা ঘটে গেছে। আমাদের প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর