ঢাকা, ২১ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ৬ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৩৯

হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৫ ২৮ সেপ্টেম্বর ২০২৫  

আগামী বছরের (২০২৬ সালে) হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন৷

 

হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা খরচ ধরা হয়েছে হজ প্যাকেজ-২ এ। এছাড়া হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয়েছে চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

 

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর