ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৫৬৩

১০০ বছরে এমন তুষারপাত হয়নি বাগদাদে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৪ ১১ ফেব্রুয়ারি ২০২০  

ইরাকের রাজধানী বাগদাদে বিরল তুষারপাত হয়েছে। গেল এক শতাব্দীর মধ্যে মঙ্গলবার অকল্পনীয় ঘটনাটি ঘটেছে।
বাগদাদে ২০০৮ সালে একবার তুষারপাত হয়েছিল। কিন্তু তা ছিল খুবই দ্রুত ও সামান্য। ইরাকে বৃদ্ধ ও যুবারা বলেছেন, নগরীতে এ প্রথম তুষারপাত দেখছেন তারা।
তুষারপাতে উৎফুল্ল বাগদাদবাসী। তাদের কাউকে বরফ দিয়ে বল বানিয়ে ছুঁড়তে দেখা গেছে।  আবার কাউকে ছবি তুলতে দেখা গেছে।
ইরাকের আবহাওয়া কেন্দ্রের মিডিয়া প্রধান আমির আল জাবেরি বলেছেন, তুষারপাত সম্ভবত বুধবার পর্যন্ত চলতে পারে।
বাগদাদবাসী ঠাণ্ডা আবহাওয়ার চেয়ে গরমেই বেশি অভ্যস্ত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর