ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
১১২৬

৩ দিন নয়, ইজতেমা হবে ৪ দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ৫ ফেব্রুয়ারি ২০১৯  

তাবলিগের বিবদমান দুই পক্ষ দু’দিন করে চারদিন ইজতেমা পালন করবে। বিরোধ মেটাতে ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। কিছুক্ষণ পর বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ব্রিফ করবেন।

আসন্ন ইজতেমা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাবলিগের বিবদমান দুটি পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে ফের বৈঠকে বসেছেন ধর্ম প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে তার দফতরে এ বৈঠক শুরু হয়।

এতে সাদপন্থীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। আর সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গেল ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দফা বৈঠক শেষে ওই দিনই বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বৈঠক হয়।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর