ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৭১

৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানে বিমান বিধ্বস্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৬ ২৭ জানুয়ারি ২০২০  

৮৩ জন যাত্রীসহ আফগানিস্থানের গজনিতে বিমান বিধ্বস্ত হয়েছে। আরিয়ানা এয়ারলাইনসের ৩৫৮ নং বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। 

দেহ ইয়াক অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময়ে বিমানটি ভেঙে পড়ে। ওই অঞ্চলটি তালিবান নিয়ন্ত্রিত। 

প্রাদেশিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রযুক্তিগত কারণে বিমানটিতে আগুন লাগে। এতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে অনেক তালেবান সদস্য রয়েছে। তারা বিমানটিতে আরো আগুন লাগনোর চেষ্টা করছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাচ্ছে আফগান বিশেষ বাহিনী। উল্লেখ্য, বিমানটির মালিকানা আরিয়ানা নামের সরকারি বিমান পরিবহন কোম্পানির।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর