ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
২৯২

অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৭ ৯ জুন ২০২১  

বিশ্বকাপ বাছাই ফুটবলে ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হবার পর ফুটবল নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় বইছে। এখন কোচের আগেই খড়গ বসছে জামাল ভূঁইয়ার ওপর। মনে হচ্ছে এ যাত্রায় জামাল ভূঁইয়া অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন। 


জামাল ভূঁইয়া দেশ ছাড়ার আগে জাতীয় দলের অনুশীলন নিয়ে ফেডারেশনের সমালোচনা করেছিলেন। এতে ফেডারেশন তার ওপর খানিকটা নাখোশ।

 

বিশ্বকাপ বাছাইয়ে গত সাত ম্যাচের মধ্যে দু-টি হলুদ কার্ড দেখেছেন জামাল ভূঁইয়া। গত দুই ম্যাচে জামালের পারফরম্যান্সও তেমন ছিল না। সব মিলিয়ে জামালের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে।

 

জামালের ভবিষ্যত নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, সাসপেনশনের জন্য জামাল সামনের ম্যাচে থাকছে না। এখানে অন্য কোনো বিষয় নেই। কাতার থেকে ফিরে জাতীয় দলের বিষয় নিয়ে ফেডারেশন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর