ঢাকা, ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

আবারো এমভিপি এ্যাওয়ার্ড জিতলেন মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ১০ ডিসেম্বর ২০২৫  

ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি মেজর লিগ সকারের ২০২৫ মৌসুমের মোস্ট ভ্যালুয়েবেল খেলোয়াড় এমভিপি নির্বাচিত হয়েছেন। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।


এমএলএস ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মেসি দুইবার এই ট্রফি জিতলেন। এর আগে প্রেকি (প্রেদ্রাগ রাডোসাভলিয়েভিচ) ১৯৯৭ ও ২০০৩ সালে এই পুরস্কার জিতেছিলেন।


ইন্টার মায়ামির অধিনায়ক মেসি ২৮ ম্যাচে ২৯ গোল করে ২০২৫ গোল্ডেন বুট জিতেছেন এবং ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামিকে তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করেছেন। একইসাথে তিনি ১৯টি এ্যাসিস্টও করেছেন।


আর্জেন্টাইন এই ফরোয়ার্ড এখন এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি এক মৌসুমে অন্তত ৩৬ গোলে অবদান রেখেছেন এবং সেটা করেছেন একাধিকবার- ২০২৪ ও ২০২৫ মৌসুমে।


ইন্টার মায়ামির কোচ এবং মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘সে পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত ছিল- পরিসংখ্যানেও আবার প্রতিশ্রুতিতেও।’


প্লে-অফে তিনি আরও ছয় গোল এবং নয় এ্যাসিস্ট করেন। গত ৬ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতে মায়ামি।


পুরস্কার গ্রহণের সময় মেসি বলেন, "এটা ছিল দীর্ঘ বছর- অনেক ম্যাচ আর প্রচুর ভ্রমণ। কিন্তু ক্লাবের জন্য এটি ছিল ঐতিহাসিক বছর, কারণ এই প্রথমবার আমরা এমএলএস কাপ জিতেছি। এটা দারুণ ক্লাব, এখনও বেশ তরুণ, আর আমরা যা অর্জন করেছি তা ছিল অসাধারণ এবং অবশ্যই বিশেষ।"


মেসি মোট ভোটের ৭০.৪৩% পেয়ে অ্যান্ডার্স ড্রেয়ার, ডেনিস বোয়াঙ্গা, ইভান্ডার এবং স্যাম সুরিজকে পরাজিত করেন। গণমাধ্যম, খেলোয়াড় এবং ক্লাব- প্রত্যেকেই এই এমভিপি ভোটে অংশ নেয়।


বিশ্বকাপ জয়ী মেসি ৮৩.০৫% গণমাধ্যম ভোট, ৫৫.১৭% খেলোয়াড় ভোটে এবং ৭৩.০৮% ক্লাব ভোট পেয়েছেন ভোট যা তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশী।


২০২৩ সালের গ্রীষ্মে যোগদান করার পর থেকে মেসি ইন্টার মায়ামিকে প্রথম বছরেই লিগস কাপ শিরোপা, ২০২৪ সাপোর্টার্স’ শিল্ড, এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড এবং এখন লিগ শিরোপা উপহার দিয়েছেন।


ব্যক্তিগতভাবে তিনি জিতেছেন ২০২৩ নিউকামার অব দ্য ইয়ার, ২০২৫ গোল্ডেন বুট এবং ২০২৪ ও ২০২৫ এমএলএস এমভিপি পুরস্কার।


এই পুরস্কার মেসির ক্যারিয়ারের সাফল্যেও মুকুটে আরো একটি পালক যুক্ত করলো। মেসির প্রাপ্তির মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, লা লিগার সর্বোচ্চ গোলদাতার আটটি পিচিচি ট্রফি, লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে ছয়টি পুরস্কার, তিনটি বেস্ট ফিফা বর্ষসেরা খেলোয়াড়, তিনটি উয়োফা বর্ষসেরা খেলোয়াড়, দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল এবং আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হিসেবে কমপক্ষে ১৫টি সম্মাননা। 


ক্লাব ও দেশের হয়ে তিনি জিতেছেন মোট ৪৭টি ট্রফি- যার মধ্যে আছে ২০২২ বিশ্বকাপ। যা তাকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ে পরিণত করেছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর