ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৬৪০

অনুশীলনে ফিরলেন তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৯ ২২ সেপ্টেম্বর ২০১৯  

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে খেলেননি তামিম ইকবাল। চলতি তিনজাতি টি-টোয়েন্টি আসরেও নেই তিনি। পুরোপুরি ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
ড্যাশিং ওপেনারকে ফোনেও পাওয়া যায়নি। ছিলেন পুরোদমে বিশ্রামে। জানা গেছে, দেশের বাইরে অবকাশে ছিলেন তামিম। অবশেষে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে রোববার প্রথম অনুশীলনে দেখা মিলল তার।
এদিন শেরেবাংলার পাশে বিসিবি একাডেমি মাঠে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করেন তামিম। তবে অন্য সময়ের মতো সরবে নয়। অনেকটা নীরবে নিভৃতে। অন্য সময় প্র্যাকটিসে এলে মাশরাফির মতো তিনিও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অল্পক্ষণ কথা বলতেন। ক্রিকেট নিয়ে আড্ডা দিতেন। কিন্তু আজ এসবের কিছুই করেননি। সবাইকে ভিডিও করতে এবং ছবি তুলতেও নিষেধ করেন।
হঠাৎ কেন এ আচরণ? তাৎক্ষণিকভাবে সেসব জানা যায়নি। তবে লম্বা বিরতি পর মাঠে ফিরে এসেছেন তামিম। এটাই যেন ক্রিকেট ভক্ত-সমর্থকদের কাছে বড় স্বস্তি।
ইংল্যান্ড বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন তামিম। একটি হাফসেঞ্চুরির ইনিংস ছাড়া কোনো ম্যাচেই ব্যাট হাতে কথা বলতে পারেননি তিনি। এরপর দেশে ফিরে এসে তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। 
সেখানে ওয়ানডে সিরিজে চরমভাবে বিধ্বস্ত হয় টাইগাররা। বাঁহাতি ওপেনারও ছিলেন পুরোপুরি ব্যর্থ। এরপরই কিছুদিনের জন্য ক্রিকেট থেকে পুরোপুরি দুরে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর