ঢাকা, ০৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ আষাঢ় ১৪৩২
good-food
৩৮৮

আইপিএলে ধারাভাষ্য দিতে এসে মারা গেলেন জোন্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ২৪ সেপ্টেম্বর ২০২০  

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকর ডিন জোন্স মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

 

আইপিএলে টেলিভিশনের ধারাভাষ্যকর হিসেবে কাজ করতে মুম্বাইয়ে ছিলেন জোন্স। স্টার স্পোর্টস কমেন্টারি টিমের সদস্য ছিলেন তিনি। একটি সাততারকা হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছিলেন অজি কিংবদন্তি।

 

বৃহস্পতিবার সকালে সহকর্মী ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্টও করেন জোন্স।  হোটেলের লবিতে ক্রিকেট নিয়ে আলোচনা করার সময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে সিপিআর দেয়ার চেষ্টা করা হয়ে। তবে তা ব্যর্থ হয়।

 

স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএলের সম্প্রচারের হোস্ট স্টার ইন্ডিয়া জানিয়েছ, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ডিন মেরভিন জোনস এএম মারা যাওয়ার সংবাদটি শেয়ার করি। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ কঠিন সময়ে তাদের সমর্থন করার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমরা অস্ট্রেলিয়ান হাই-কমিশনের সঙ্গে যোগাযোগ করছি।

 

বিবৃতিতে বলা হয়, জোন্স চ্যাম্পিয়ন ভাষ্যকার ছিলেন। তার উপস্থিতি এবং গেমটির উপস্থাপনা লাখ লাখ ভক্তদের কাছে সর্বদা আনন্দ এনে দেয়। স্টার ও তার ভক্ত বিশ্বজুড়ে রয়েছে। তাকে আমরা সবাই খুব মিস করব।

 

জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেন। ১১ সেঞ্চুরি ও ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান করেন। ১৯৮৬ সালে ভারতের বিরুদ্ধে টাই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

 

এছাড়া ব্যাগি গ্রিন ট্রপিতে ১৬৪ ওয়ানডে খেলেন এ কিংবদন্তি। ৭ শতক ও ৪৬ হাফসেঞ্চুরিতে ৬০৬৮ রান করেন। ইডেনে ১৯৮৭ বিশ্বকাপজয়ী অ্যালান বোর্ডার দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

 

আন্তর্জাতিক ক্রিকেটে জোন্সের অভিষেক হয় ১৯৮৪ সালে।  আর ১৯৯৪ সালে অবসর নেন। এরপর থেকে ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর