ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৮০

আইপিএল থেকে `চীনা` টাইটেল স্পনসর সরে যাচ্ছে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৮ ৫ আগস্ট ২০২০  

আইপিএল থেকে শেষ পর্যন্ত সরেই যাচ্ছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৮ সালে ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চুক্তি হয় বিসিসিআইয়ের। এ চুক্তি অনুযায়ী ভিভো বিসিসিআইকে ২ হাজার ১৯৯ কোটি রুপি দিয়েছে।

গত জুনে গালোয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই ভারতজুড়ে চীন-বিরোধী মনোভাব তুঙ্গে। চীনা পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে। 
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এখনই ভিভোর সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না। আপাতত এ বছরের আইপিএলেই ভিভো থাকবে না।  

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর