ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৭

আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১০ ১২ আগস্ট ২০২০  

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। এর আগেই অবশ্য নির্বাচনের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়।

নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দেয় ফিফা। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া ছিল ফিফার পক্ষ থেকে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর