ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮৯৭

আমজাদ হোসেনের মরদেহ আসছে সোমবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ১৬ ডিসেম্বর ২০১৮  

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন গেল শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ওই দিন বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তাকে হারিয়ে শোকে কাতর বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন।

সবাই গুণী এ নির্মাতাকে একনজর দেখার অপেক্ষা। বরেণ্য এ পরিচালকের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। সোমবার তার মরদেহ দেশে আনা হবে।

আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু কাগজপত্রে ঝামেলা আছে। সেসব সমাধানের চেষ্টা চলছে। এছাড়া ব্যাংককে রোববার হলিডে। বাংলাদেশে বিজয় দিবসের ছুটি। ফলে এদিন মরদেহ আনার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ২৭ নভেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রখ্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে চিকিৎসারত অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী প্রখ্যাত এ চলচ্চিত্র ব্যক্তিত্ব।

আমজাদ হোসেনের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্ধ রয়েছে সবরকম সিনেমার শুটিং।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর