ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
১৫

আ. লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে জিতেছে শিবির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৮ ১০ সেপ্টেম্বর ২০২৫  

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল 'আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে' শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

 

মির্জা আব্বাস বলেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন তিনি।

 

কারণ হিসেবে মির্জা আব্বাস ব্যাখ্যা করেন, যখনই বিভিন্ন দল একসঙ্গে বসে; তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে; 'ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনও দিন আসতে না পারে।

 

তিনি অভিযোগ করে বলেন, আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিলো।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর