ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
১৪৫৩

ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাবেক বিশ্বসুন্দরী মার্কেটা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১৫ ডিসেম্বর ২০১৮  

সাবেক বিশ্বসুন্দরী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খৃষ্ট ধর্ম ত্যাগ করে নিজের নাম পরিবর্তন করেছেন। নতুন নাম রেখেছেন মরিয়ম। দুবাইয়ে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন তিনি।

কোরিনকোভা  ব্রিটেনের নাগরিক। তবে চেকোস্লোভাকিয়ান বংশোদ্ভূত। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।দুবাইয়ে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছি।

৩ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেন মার্কেটা। ২০১৮ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে খ্রস্ট ধর্ম ত্যাগ করেন।

স্থানীয় আরবি ভাষার দৈনিক আল কুদস-আল আরাবির প্রতিবেদনে বলা হয়েছে, সুপার মডেল ও সিনেঅভিনেত্রী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত নিয়ে ফ্যানদের অবাক করে দিয়েছেন।

কোরিনকোভা ২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। হলিউডের একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়েরও সুযোগ পান। বর্তমানে দুবাইয়ের আলি অ্যান্ড সন্স গ্রুপ অব কোম্পানিতে সেলস ম্যানেজার পদে কর্মরত আছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর