ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
১৪১

উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লক ছিল ৬ দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ৩১ মে ২০২৫  

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা থাকাকালীন মো. নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে লক করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। ‘তথ্য ফাঁসের’ অভিযোগে গত বছরের ১৭ সেপ্টেম্বর তার এনআইডি লক করা হয়। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় পাঁচ দিন পর তা পুনরায় সচল করে দেওয়া হয়।

 

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) জানায়, ‘ভন্ডবাবা’ নামের একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে নাহিদ ইসলামের নাম উঠে এসেছে এবং ওই গ্রুপে তার এনআইডি নম্বরও সরবরাহ করা হয়। এরপর তদন্তে নামে অনুবিভাগ। তদন্তে বেরিয়ে আসে, ‘ভন্ডবাবা’ হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নয়। এটি টেলিগ্রামের একটি গ্রুপ। আর নাহিদ ওই গ্রুপের এডমিন নন। 

 

তদন্তে তার এনআইডি দিয়ে কোনো তথ্য পাচারের প্রমাণ মেলেনি। ফলে এনআইডি অনুবিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদনে বলা হয়, অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ভোটার (নাহিদ ইসলাম) তথ্য সরবরাহের সঙ্গে সম্পৃক্ত নন। তাই তার এনআইডি পুনরায় সচল করার সুপারিশ করে কমিটি।

 

এরপর ২২ সেপ্টেম্বর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে উত্থাপন হলে, এনআইডি মহাপরিচালক আনলকের সিদ্ধান্ত দেন। বর্তমান এনআইডি মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর বলেন, সে সময় আমি দপ্তরে ছিলাম না। পুরনো কোনো বিষয়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা না থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর