ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৫৫০

উয়েফা বর্ষসেরা ফুটবলার লিওয়ানদোস্কি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৭ ২ অক্টোবর ২০২০  

উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লিওয়ানদোস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে এ খেতাবে ভূষিত হলেন তিনি। সবশেষ সিজনে জার্মান ক্লাবটিকে ট্রেবল জয় উপহার দিয়েছেন পোলিশ তারকা।

 

বৃহস্পতিবার জেনেভায় চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপিং নির্ধারণী অনুষ্ঠানে লিওয়ানদোস্কির হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০১৯/২০ মৌসুমের শিরোপা জয়ের কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হলো নতুন সিজনের ড্র।

 

গত মৌসুমে বায়ার্নের হয়ে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন লিওয়ানদোস্কি। চ্যাম্পিয়ন্স লীগ ছাড়া ক্লাবটিকে বুন্দেস লীগা ও জার্মান কাপ জিতিয়েছেন তিনি। বর্ষসেরার প্রতিদ্বন্দ্বিতায় পোল্যান্ড স্ট্রাইকার পেছনে ফেলেছেন সতীর্থ ম্যানুয়েল নায়ার ও ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে।

 

পুরস্কার গ্রহণের পর লিওয়ানদোস্কি বলেন, এ অনুভুতি অসাধারণ। কারণ, আপনি কঠোর পরিশ্রম করেছেন। যে কারণে পুরস্কারটি স্পেশাল। এজন্য আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সেইসঙ্গে কোচকে, যিনি আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছেন। একইসঙ্গে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন জুগিয়েছেন। এ অর্জনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ।

 

আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে সেরা ফরোয়ার্ডের পুররস্কার জিতেছিলেন লিওয়ানদোস্কি। ১০ ম্যাচে ১৫ গোল করেন তিনি। তন্মধ্যে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে এক ম্যাচে ১৫ মিনিটের মধ্যে ৪ গোল করে রেকর্ড গড়েন হালের ফুটবল সুপারস্টার।

 

লিওয়ানদোস্কি ৩৪ গোল করে গত বুন্দেস লীগায় সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেন। এ নিয়ে জার্মান লীগে পঞ্চমবার সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেন তিনি। ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে পাড়ি জমান ৩২ বছর বয়সী তারকা।

 

উয়েফা বর্ষসেরার লড়াইয়ে ৪৭৭ ভোট পেয়ে সেরা হয়েছেন লিওয়ানদোস্কি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা মিডফিল্ডার হওয়া ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনা পেয়েছেন ৯০ ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ম্যানুয়েল নায়ার বর্ষসেরার লড়াইয়ে পেয়েছেন ৬৬ ভোট।

 

উল্লেখ্য, আসন্ন ব্যালন ডি’অর জয়ের পথেও ফেভারিটের তালিকায় রয়েছেন লিওয়ানদোস্কি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর