ঢাকা, ০৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১
good-food
৩০৭

একনজরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৬ স্কোয়াড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৭ ১২ সেপ্টেম্বর ২০২৩  

ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। একই মাঠে ফাইনাল দিয়ে শেষ হবে ক্রিকেট মহাযজ্ঞের। একে ঘিরে ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিভিন্ন দল। 


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, এবারের বিশ্বকাপে মোট ১০ দল অংশ নেবে। খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক দল একে অপরের মোকাবিলা করবে। ফলে লিগ পর্বে ম্যাচ হবে ৪৫টি।


সেখানে থেকে সেরা ৪ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। তাদের ম্যাচগুলো হবে মুম্বাই ও কলকাতায়। সেমির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনালেও সেই ব্যবস্থা থাকছে। 

 

বৈশ্বিক এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দলকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। এরপরও ক্রিকেটার পরিবর্তন করতে পারবে দলগুলো। তবে সেক্ষেত্রে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমতি নিতে হবে।

 

একনজরে বিশ্বকাপের সব স্কোয়াড 

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।


দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন। 

 

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গজ অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

 

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জস ইংলিস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

 

নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমদ ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেচট। 

 

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম ও ম্যাট হেনরি। 

 

উল্লেখ্য,এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে প্রাথমিক দল আইসিসিসিকে দিয়ে রেখেছে তারা। নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবে এই ৪ দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর