ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৫০

এশিয়া কাপ বাতিল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৮ ১০ জুলাই ২০২০  

শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল এশিয়া কাপ। এ বছর আর এই টুর্নামেন্ট হবে না। সাময়িক নাটকের পর সেই ঘোষণা দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসসিসি)।
এশিয়া কাপ এবার হচ্ছে না, সেই খবর প্রথম প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। জন্মদিনের সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সেই সংবাদ দেন। 
গেল বুধবার এ বার্তা প্রকাশিত হওয়ার পর ক্রিকেটাঙ্গনে তুমুল হইচই পড়ে যায়। এরপর তা সর্বত্র চাউর হয়ে যায়। 
পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রতিক্রিয়া দেখায়। তারা প্রশ্ন তোলে, সৌরভের মতো দায়িত্বশীল লোক কী করে এমন স্পর্শকাতর তথ্যা আগেভাগে ফাঁস করে দেয়? 
২০২০ সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত আপত্তি জানানোয় তা সেদেশ থেকে সরে যায়। স্বভাবতই সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় হওয়ার জোর গুঞ্জন ওঠে। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় সেই সম্ভাবনাও ফিকে হয়ে গেল। 
চলতি বছর আর এশিয়া কাপ হচ্ছে না। পরের বছর তা আয়োজন করবে শ্রীলঙ্কা। আর পাকিস্তান অনুষ্ঠিত করবে ২০২২ সালে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এসময়ে এ সংস্করণেই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার কথা ছিল।
এ প্রতিযোগিতায় এশিয়ার ছয়টি দেশ অংশ নিত। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ছিল। তবে এসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, করোনাভাইরাস দূর্যোগের  কারণে এ বছর টুর্নামেন্ট বাতিল করতে হচ্ছে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর