ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৬১৩

ওমরাহ করছেন নায়ক রুবেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৬ ১৮ এপ্রিল ২০২২  

ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। চলতি রমজানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন তিনি। গত শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা ত্যাগ করেন এই অভিনেতা। খবরটি নিশ্চিত করেছেন নায়ক রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।

 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘রুবেল ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

 

জানা গেছে, ওমরাহ পালন শেষে সপ্তাহখানেক পর দেশে ফেরার কথা রয়েছে নায়ক রুবেলের।

 

প্রসঙ্গত, ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন রুবেল। নির্বাচনের পরপরই তিনি জানিয়েছিলেন, এ বছর ওমরাহ পালনে যাবেন। এছাড়া সারা দেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাবেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর