ঢাকা, ১০ নভেম্বর সোমবার, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
good-food
৩৯৩

গোলাপি বলে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ২২ নভেম্বর ২০১৯  

ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপে সন্ধ্যা নামার আগেই ৩০.৩ ওভারে গুটিয়ে যায় তারা। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনে খেলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৪ আউট হন ইমরুল। 
দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর টাইগারদের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম ০ রান করে ফেরত আসেন। সাদমান ২৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।
মধ্যাহ্নভোজ বিরতির আগে ২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমে ৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নাইম হাসান ১৯, এবাদত হোসেন ১, আবু জায়েদ ০ রানে আউট হন। আল-আমিন ১ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের ইশান্ত শর্মা ২২ রানে ৫ উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ সামি ২টি উইকেট নেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এ প্রথম দিবারাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর